Saturday, November 21, 2020

কাউচার খান

অনুভূতি

তোমার চোখে বৃষ্টি হলেই আমার মনে ঝড় উঠে,
আমার চোখে তুফান এলে তোমার কি আর মন ছুটে!

তোমার পাড়ায় রোজ সকালে আমার পায়ের ছাপ পড়ে,
আমার পাড়ার নজরদারির তোমার কে আর খোঁজ করে!

তোমার জন্য যুদ্ধ বাধে আমার মনের সীমান্তে,
আমার জন্য যুদ্ধ হয় কি তোমার মনের ওই প্রান্তে?

তোমার বুকের পিঞ্জিরা'টা আমার তো ঠিকানা নয়,
আমার বুকের পিঞ্জিরা'তে তোমার নামে মিছিল হয়|

তোমার ভিতর আমি এখন আমার এ প্রাণ খুঁজে যাই,
আমার প্রাণের চিহ্ন নিখোঁজ তোমার কোনো খবর নাই!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...