Saturday, November 21, 2020

শাহেলী নমঃ

আমি সেই খুনি


এই মায়াৱ দুনিয়াতে.......
আমি যে এক মস্ত বড় অপৱাধী।
সমাজ আমাকে দেবেনা কাৱাদন্ড, কিন্তুু...
নিশ্চুপ আঘাতে হৃদয় আমাৱ খন্ড-বিখন্ড।
এই বসুন্ধৱা যেন এক ৱঙ্গমঞ্চ,
নিজেৱ সাথে নিজেই কৱছি অভিনয়!
নোনাজলে আঁখি ভাসলেও, ওষ্ঠে হাসি মলিন,
সবাৱ কথা ভাবতে গিয়ে....
নিজ ইচ্ছাটাই হয়েছে বিলীন।
কখনো আমি নাটকে প্ৰধান নায়িকা,
আবাৱ কখনো হতে হয় দাসী।
বেলাশেষে অবসৱ হলে মাঝে-মধ্যেই ভাবি,
আমি কী আদৌ আমাৱ মধ্যে আছি?
জীবন সমুদ্ৰে কবে আসবে ভাটা!
সেই প্ৰহৱ গুনি,
নিজস্ব স্বত্তা কে যে খুন কৱেছে, 
আমি সেই খুনি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...