Saturday, November 21, 2020

শাহেলী নমঃ

আমি সেই খুনি


এই মায়াৱ দুনিয়াতে.......
আমি যে এক মস্ত বড় অপৱাধী।
সমাজ আমাকে দেবেনা কাৱাদন্ড, কিন্তুু...
নিশ্চুপ আঘাতে হৃদয় আমাৱ খন্ড-বিখন্ড।
এই বসুন্ধৱা যেন এক ৱঙ্গমঞ্চ,
নিজেৱ সাথে নিজেই কৱছি অভিনয়!
নোনাজলে আঁখি ভাসলেও, ওষ্ঠে হাসি মলিন,
সবাৱ কথা ভাবতে গিয়ে....
নিজ ইচ্ছাটাই হয়েছে বিলীন।
কখনো আমি নাটকে প্ৰধান নায়িকা,
আবাৱ কখনো হতে হয় দাসী।
বেলাশেষে অবসৱ হলে মাঝে-মধ্যেই ভাবি,
আমি কী আদৌ আমাৱ মধ্যে আছি?
জীবন সমুদ্ৰে কবে আসবে ভাটা!
সেই প্ৰহৱ গুনি,
নিজস্ব স্বত্তা কে যে খুন কৱেছে, 
আমি সেই খুনি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...