আর যাই করুন,ভয় দেখাবেন না।
কারন ঐটা ছাড়া আপনারা আর কিছুই পারেন না।
জন্ম র সময় থেকেই, এটা করো না সন্তান এর অমঙ্গল হবে।
এখানে থাকো চুপটি করে,একটা কথা বোলো না।
টাকা থাকলেই যদি ভালো মানুষ হতো,
তাহলে তো আত্মহত্যা শব্দ টাই উঠে যেত ।
ছেলেদের ভয়ে একা রাস্তায় যেও না,
বরং ছেলেকেই সঙ্গ করো।
সে যেন ভালো ছেলে হয় ।
তোমার মতের ভালো ছেলে নয় ।
আমার মতের ছেলে।
মেয়েরা নাকি হিংসুটে আর বেয়াদব।
ছেলেরা কী সবটা ভালো ।
ভালো ছেলে যেমন হয়।
ভালো মেয়েও হয়।
আর যাই হোক ভয় দেখাবেন না।
সূর্যের তেজ এর মতো রাতের অন্ধকার ও।
দুই কে মানুষ ভয় পায়।
যিনি আদি সৃষ্টির মূল,তিনিই ধ্বংস ।
ভয় যদি পেতেই হয়, তাকেই পাব।
দয়া করে আপনারা ভয় দেখাবেন না।
কে বা বলতে পারে,
আমার ভয়েই আপনি ভীত ।তাই ভয় দেখাচ্ছেন ।
No comments:
Post a Comment