Saturday, November 21, 2020

শ্রীমান দাস

আতঙ্কের মৌনতা 
                               
ঘোর কাটেনি দায়িত্বহীন চিড়িয়াখানা প্রধানের
খাঁচা ভেঙে লোকালয়ে তান্ডবে মগ্ন হিংস্র জন্তুরা
শ্লোগান গুঞ্জরিত সহস্র মুখে অকাল মৌনতা ।

শোসকের রক্তচক্ষু প্রতি রাতেই ঘুম কাড়ে ।
রোদ ঝলমল দিবালোকেও অমানিশার হাতছানি ,
আতঙ্কের পারদ চড়ায় সন্ধ্যারাতের লোডশেডিং ।

পিঠ ঠেকা দেওয়ালে গুনগুনিয়ে ওঠে প্রতিবাদী দু'চার বুলি 
তাও আবার বিলীন হয় চার দেয়ালের মাঝে ,
পাছে থাবা বসায় নিশাচর মাংসাশী জানোয়ার ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...