Saturday, November 21, 2020

পরিতোষ সরকার

রক্তিম আকাশে তোমার স্মৃতি

দিনের শেষে যখন বসন্তের লাল আবিরে
সেঝে উঠে পৃথিবী,
নীলরঙা জলাশয় যখন রক্তিম হয়ে উঠে,
জীবনানন্দের হায় চিলরা ডানা মেলে
নিজেদের প্রেমিকা আর ছোট চিলে কোঠার
উদ্দেশ্যে র‌ওনা দেয়,
সুকান্তের ঝলসানো চাঁদ উঁকি মারে
বিরাট আকাশের বুক চিড়ে;
তখন সকল ক্লান্তি ভূলে আমার প্রিয়াশ্রীর
কথা আর অসংখ্য স্মৃতি ভেসে আসে
মনের প্রতিটি আনাচে-কানাচে।
দু-একটা শ্রমিকের দল ঘরে ফিরে যায়,
জেলেরা নৌকা ঠেকায় তীরে।
আর আমি প্রিয়ার হাত ছোঁয়ার আশা নিয়ে
বসে থাকি কোনো একটা গাছের নিচে
উড়ে যাওয়া সারিবদ্ধ বলাকার পানে চেয়ে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...