Saturday, November 21, 2020

দেবব্রত চক্রবর্তী

চিতাভস্ম

একটি শশ্মানের পাশ কেটে যাচ্ছি
কিছু কয়লাও ছায় ছড়িয়ে আছে;
মাটির সামন্ত স্তুপে,
একটি কলসি পড়ে আছে শুধু
অহংকার কোথাও নেই।

কলসীর জল গড়িয়ে মিশে যাচ্ছে,
দাম্ভিকতা ও ভষ্মীভূত চিতায়,
আর কয়েকটি কড়ির মধ্যে 
কোটি টাকার আভিজাত্য।

শখের গাড়ি, বাড়ি, অভিলাষা
খর-কুটের মতোই জ্বলতে জ্বলতে
মিশে গেলো মাটিতে; আর
কিছু বিষাক্ত ধোঁয়ায় ।

মৃত্যুর আগেই আমার উপলব্ধি,
চিতাভস্মে।
ওপারে কিছু নেই
এ পৃথিবীতে স্বর্গ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...