চিতাভস্ম
একটি শশ্মানের পাশ কেটে যাচ্ছি
কিছু কয়লাও ছায় ছড়িয়ে আছে;
মাটির সামন্ত স্তুপে,
একটি কলসি পড়ে আছে শুধু
অহংকার কোথাও নেই।
কলসীর জল গড়িয়ে মিশে যাচ্ছে,
দাম্ভিকতা ও ভষ্মীভূত চিতায়,
আর কয়েকটি কড়ির মধ্যে
কোটি টাকার আভিজাত্য।
শখের গাড়ি, বাড়ি, অভিলাষা
খর-কুটের মতোই জ্বলতে জ্বলতে
মিশে গেলো মাটিতে; আর
কিছু বিষাক্ত ধোঁয়ায় ।
মৃত্যুর আগেই আমার উপলব্ধি,
চিতাভস্মে।
ওপারে কিছু নেই
এ পৃথিবীতে স্বর্গ।
No comments:
Post a Comment