নেতা
দুই বন্ধু।তারা যুক্তি করল--এবার থেকে চুরি করবে।একদিন এক ভদ্রলোকের পকেট কেটে দুহাজার টাকার একটি নোট পেলো।তা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া।কে নোটটি নেবে।যাকে পায় তার কাছ থেকে বুদ্ধি নেয়।শেষমেষ তারা এক রাজনৈতিক নেতার কাছে গেল।নেতার বুদ্ধিমতো নোটটাকে তারা দুটুকরো করে সমান অংশে ভাগ করে নিলো।দোকানে ছেড়া নোট নিয়ে চুর দুজন গেলো।পুলিশ চুরদের খুঁজছিল,দোকানে পেয়ে ধরে নিয়ে গেলো।পরদিন সকালে ঐ নেতা তাদের বেইলে নিয়ে এসে বললো,আজ থেকে তোমরা আমার অধিনে কাজ করবে।আমি তোমাদের সুন্দর করে মাল ভাগ করে দেব।
No comments:
Post a Comment