Saturday, November 21, 2020

গোপাল বণিক

চাওয়া -পাওয়া

আশায় আশায় বুনেছিলে এক বুক স্বপ্ন।
কিন্তু কথা রাখলোনা কেউই,
অথচ-
সাগরে বাঁধ দিয়ে সেতু তোমরাই গড়েছিলে,
পাহাড় কেটে সমতল তোমরাই করেছিলে,
জমি চাষ করে ফসল....
সভ্যতার উন্নয়নের চাকায় লেপ্টে আছে তোমাদের কত রক্তঅশ্রু ঘাম।

যুগ যুগ ধরে মোমবাতির মতো আত্মবিলয়।
রঙিন স্বপ্ন আঁকবে বলে,
দিনরাত এক করে প্রতীক্ষা করেছিলে
বিনিময়ে পেলে শুধু এক বুক হতাশা।

এসো,তোমাদের সম্মিলিত প্রচেষ্টায় ঘটে যাক
এক আগ্নেয় বিস্ফোরণ।
সেই ছাইভস্ম থেকে উঠে আসুক এক রঙিন স্বপ।
যে স্বপ্ন জন্ম দেবে এক নতুন ভোর।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...