Saturday, November 21, 2020

প্রীতম শীল

বেকারের আর্তনাদ
       
রাজনীতির যাঁতাকলে,
শিক্ষা আজ অসহায়।
লক্ষ বেকারের হতাশায়,
কার কি আসে যায়।
টাকার কাছে শিক্ষা আজ,
মেনেছে নিদারুণ হার।
টাকা দিয়ে মূর্খরাও জ্ঞানি হয়, 
গলায় দিয়ে অলংকার। 
বেকার বসে ভাবি হায়,
আমি বড়ো অসহায়।
এই জীবন রেখে লাভ কি?
আমি যে নিরুপায়।।
তবুও লড়াই করে,
শেষে ঝরে পড়ে।
পৃথিবী ত্যাগ করে।
ইতিহাস গড়ে বারে বারে।।
আমিও তাদেরই একজন,
এ জগৎ-সংসারে। 
অপেক্ষায় থাকবো তোমার,
পৃথিবীর ঐপাড়ে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...