বদমেজাজী
অভিমানী খাতাটার পৃষ্টা এখন
বন্ধই থাকে
খিটখিটে মেজাজ টা খুঁজে
এক নিবিড় ছায়া।
বিনা আবেগে এক ঘেয়ামীটা,
যেন আঁকড়ে বসেছে।
মানসিকতার সিঁড়িটা এখন,
এক জায়গায় স্থির থাকে না।
পাথর চাপা বুকে
অজস্র বেদনার সমাগম।
শুধু একাকীত্বের ছায়াটা এখন পিছুটান,
এখনও মনের তীব্র ঝাঁজে
জ্বলছে এই জীবনখানা।
No comments:
Post a Comment