Saturday, November 21, 2020

দিপিকা রায়

বদমেজাজী


অভিমানী খাতাটার পৃষ্টা এখন
বন্ধই থাকে
খিটখিটে মেজাজ টা খুঁজে 
এক নিবিড় ছায়া। 
বিনা আবেগে এক ঘেয়ামীটা, 
যেন আঁকড়ে বসেছে। 

মানসিকতার সিঁড়িটা  এখন, 
এক জায়গায় স্থির থাকে না। 
পাথর চাপা বুকে
অজস্র বেদনার সমাগম। 
শুধু একাকীত্বের ছায়াটা এখন পিছুটান, 
এখনও মনের তীব্র ঝাঁজে
জ্বলছে এই জীবনখানা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...