Saturday, November 21, 2020

অরিন্দম চক্রবর্তী

বেকারত্বের ছোঁয়া

চারদিকে কত হাহাকার, কিন্তু আমি বেশ আছি ,
শুধু একটু হাল্কা আশায় বাঁচি, এমনিতে বেশই আছি,
হাল্কা দারিদ্রতার ছোঁয়া আছে, সেটা ছাড়া সব ঠিকই আছে,
মাঝে মাঝে মধ্যপ্রদেশটাকে বোকা বানাই, অনেকটা ঐ দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো।
অনেক সময় মনে হয় যদি ছোট থাকতাম কতনা ভালো হতো,
জীবনের এই কঠিন কঠিন সত্যগুলো আমাকে দেখে ভয় পেত,
কারন তদের আমি খেলার ছলে উরিয়ে দিতাম।
যদিও এমনটা ভাবার জন্য আমি মনকে একবারও দোষ দেইনা,
শুধু ভাবার সময় একটু মুচকি হেঁসে উড়িয়ে দি।
কারণ পোড়া মনের ভাবায় জীবন ধারা থেমে থাকেনা,
সে বাঁধন ছাড়া নদীর মতো আপন বেগে ধেয়ে চলছে,
তার গতিতে প্রতিনিয়ত পিশে যাচ্ছে কিছু মেরুদণ্ড। 
সেই মেরুদণ্ড গুলো অনেক চেষ্টা করছে একটু উঠে দাঁড়াতে, লড়াই করছে প্রতিনিয়ত,

কিন্তু এই চক্রগুহ ভেদ করে কিছু সিকি ছিটকে বেরিয়ে আসছে,
আর কিছু,,,, মেরুদণ্ড ভেংগে যাচ্ছে চিরতরে,
সেই মেরুদণ্ড গুলির মধ্যে আমারও একটি আছে,
জানি পরিণতি খুবি সন্নিকটে, কিন্তু আমার অজানা, তাই বেশ আছি।
প্রতিটি রাত শেষে শুধু একটা প্রশ্ন উঁকি দেয়,
আজকি ঠিক হবে আমার পরিণতি, এম্নিতেই ভালই আছি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...