Saturday, November 21, 2020

মিঠু মল্লিক বৈদ্য

অগ্রদূতী

"কবিতা"তোমার বহুমুখী রূপে 
বিমুগ্ধ আমি;
উন্মুক্ত কবরীতে শীতল ধারা
কাজলটানা চোখে অসীম উদারতা।

মেঘবর্ণ অবয়বে রূপোলী হাসি,
নানা শব্দ অলংকারে বিভূষিতা,তুমি  অনন‍্যা।
অবদাত তুমি;প্রণয়িনীও বটে
হৃদয় জুড়ে  অফুরান ভালোবাসা।

আত্মার সত্তা,না বলা ভাবনা যত
নীরবে নিস্বনে বলে যাও অনর্গল,
শুভ অশুভের বিচার আচারে নও আবদ্ধ
তুমি অপরাভূতা, উন্মুক্ত,জ্ঞানের দ‍্যোতিকা।

পথচলা বড্ড কঠিন বলে তুমি উন্মনা,
তবুও উত্তরণ এর পথ খোঁজ  অহর্নিশি।
তোমার শানিত বাক‍্যে বিদ্ধ অমানবিক মনুষ‍্যত্ব
আবার আবেগ তাড়িত চিত্তে ঝরাও অমৃত কথা।

'কবিতা' তুমি শান্ত,শিষ্টতা-নমনীয়তা তোমার প্রকৃতি,
আবার তুমি অকুতোভয়,প্রতিবাদী,দুরূহ,দুর্দম
নাদ ঝঙ্কারে জাগাও রোমহর্ষক শিহরন,
এই শটন সমাজে চেতনা জাগরনের তুমিই অগ্রদূতী।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...