Thursday, August 13, 2020

শিপ্রা দেবনাথ

রাখী বন্ধন 

রাখী পূর্ণিমার সকাল বয়ে আনে এক মধুর আবেদন, 
তৈরী করে ভাই বোনের সম্পর্কের এক নতুন সমীকরণ। 
ভাইয়ের আগমনে বোনের মনে আসে প্রীতি, 
মেঘের ফাঁকে ফাঁকে, সূর্য যেন দেয় উঁকি। 
রাখী বন্ধন হলো, ভাই বোনের সম্পর্কের এক অটুট বাঁধন, 
রক্ত ও মায়ার টানে জাগে, হৃদয়ের স্পন্দন 
যুগ যুগে থেকে যাবে, এই ভাতৃত্বের বন্ধন । 
রাখী বন্ধন মানে, শুধু একটি সুতো বাঁধা নয়     
ভাইয়ের বিপদে বোন সর্বদাই থাকবে পাশে..... 
আর, বোনের বিপদে ভাই সবার আগে এগিয়ে আসবে, এ-ই প্রতিজ্ঞা করা  ।  
বোনের হাজারো বায়না পূরণ করতে 
ভাই সর্বদাই সচেষ্ট থাকবে। 
রাখী বন্ধন মানে, ভাইয়ের মঙ্গলকামনা করা, 
নিজের বোনকে আজীবন রক্ষা করার প্রতিজ্ঞা করা। 
ভাই বোনের মধ্যে অপ্রকাশ্য এক ভালোবাসা...... 
পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক হলো ভাই বোনের ভালোবাসা, 
যার সঙ্গে অন্য কারো ভালোবাসার 
তুলনা হয় না।    

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...