শুভ রাখিবন্ধন
আজ সেই শুভ মিলন দিন,
ভাই বোনের বন্ধন অন্তহীন।
বন্ধু বন্ধুত্বের গভীর বন্ধন,
ঘুচে যাক্ দরিদ্রের ক্রন্দন।
উঁচ নীচ ভুলে,সকল ভেদাভেদ,
রাখির ছোঁয়ায় রইবে না খেদ।
মজবুত হোক রাখির বাঁধন,
বন্ধু যে সবার একান্ত আপন।
রঙ বেরঙের সুতোর সমাহার,
রাঙিয়ে উঠুক ভাই বোনের অঙ্গীকার।
পবিত্র হোক এ শুভ মিলন,
ভরে যাক্ সবার আনন্দের জীবন।
এসো তবে আজ প্রতিজ্ঞা করি,
হিংসা ভুলে প্রেম বাঁধনে বাঁধি।
একসাথে একপথে লড়ব,চলব,
একসুরে ঐক্যের জয়গান গায়বো।
No comments:
Post a Comment