Thursday, August 13, 2020

সুনন্দা দাস

অবশেষে

আমরা সবাই ছন্নছাড়া,
ছন্দহীন দিশেহারা।
মায়াবী এক মায়ার ঘোরে
ভাসছি শুধুই মায়ার ছলে।

জানলার কাঁচে পর্দার ভাঁজে,
স্বপ্ন চোখে আগলে রাখে।
পলক পরা মরীচিকায়,
কৃষ্ণকলি বেঁচে থাকে।

আকাশ জোড়া চাওনি তোমার,
মিলায়ে যাবে নিঃশব্দে।
ঝড়ের মতোই ঝরে যাবে,
আমার তৈরী অভ্যাসে।

শীতের বেলা ঝরায় পাতা,
একলা করে কৃষ্ণকে।
মৃতের শয্যায় দাঁড়িয়ে থাকে,
আশায় ...
তুমি ফিরবে যে।

রাসের ঘোরে দোলবো আবার,
ঝড়ের তালে নেচে।
ভিজবো আবার বৃষ্টি তলে,
পুষ্পবনে হেসে।
 
দেখবো আবার বুনবো স্বপন,
ভবতটে বসে।
স্বপ্নের তৈরী মায়াছবি,
একলা অবশেষে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...