Thursday, August 13, 2020

দীনেশ দাস

মনের মতো
    

কী নামে ডাকি তোকে?
মেঘ,বৃষ্টি,নাকি শীত-গ্রীষ্মের খেলা?
চৈত্র,বৈশাখ,আষাঢ়,শ্রাবন না বসন্ত?
কোন নামে?

দূর-সুদূরের শ্যামল দিগন্ত?
না দিগম্ত পেরিয়ে বয়ে চলা সেই খরস্রোতা নদী?
নাকি 'কাশফুল'?
কোন নামে?

হঠাৎ বয়ে যাওয়া শীতল বাতাস?দখিনা হাওয়া?
বাতাসে ভেসে চলা ফুলের সৌরভ নাকি এক পশলা বৃষ্টি?
গ্রীষ্মের বুক ফাটানো প্রখর রোদ?নাকি শীতের মিঠে রোদ্দুর?
কোন নামে?

আকাশ?নাকি আকাশী আকাশে ভেসে চলা তুলো তুলো সাদা মেঘ?
নাকি উড়ে চলা সারি সারি বক,ফিঙ্গে,টিয়ে?
সুতো ছেঁড়া সেই রঙ্গিন ঘুড়ি?
কোন নামে?


সাত রঙ্গা রংধনু বলব?বা তার যেকোন একটি রং?
ঝড়?না প্রবল ঝড়ে পৃথিবীর বুকে আঁছড়ে পড়া বাজ?
নাকি মৃদু আলোয় বাঁশঝাড়ে পাখিদের কিচিমিচি?
কোন নামে?

রাতের নীরবতাকে আরো গভীর করা ঝিঝির ডাক?নাকি মিটিমিটি দ্যুতি ছড়ানো মিষ্টি জোনাক?
রূপলী জোৎস্না বলব?না জোৎস্না ঢালা ঐ পূর্নিমার চাঁদ?
কোন নামে?

ছোটগল্প না বিশালতায় ভরা উপন্যাস?
গান না কবিতা?
কোন নামে ডাকি তোকে?
কোনটা চাই?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...