Thursday, August 13, 2020

সুচিত্রা দেবনাথ

বিপ্লবী

পঁচাত্তর এর সেই শ্রাবণ এর দিন
ইংরেজি ক্যালেন্ডার এ
১৫ ই আগস্ট,
ইতিহাস সাক্ষী
একটি দিন।
দিনটি কালো দিন
আবার,নতুন ভোরের আগমন।
ভারতমাকে স্বাধীন করতে
বিপ্লবীরা,
বুক ফুলিয়ে বুকে নিয়েছেন
বুলেটের ঘাত।
এক নিমেষে যেনো সব থেমে গেলো
সমগ্র বাংলা প্রকৃতির অশ্রু,যেনো
সেই দিন বৃষ্টি হয়ে ঝরছিল।
কোথাও থেকে শব্দ এলো
"বন্দে মাতরম,বন্দে মাতরম,বন্দে মাতরম"
নতুন ভোর,নতুন সূর্য,
স্বাধীন পাখি
আপন ভোলা মনে আকাশে উড়ছে,।
রক্ত দিয়ে মাকে স্বাধীন করা বিপ্লবীরা
আজও,ইতিহাস এর পাতায় স্বর্ণাক্ষরে বাঁধা,
আজও,আমাদের গর্ব,গৌরব
তুমাদের জন্য আজ খুঁজে পাওয়া হল,
"আমাদের ভারত"
আমাদের "বাংলা নামক স্বর্গ"
বিপ্লবী,তুমাদের জানাই কোটি কোটি প্রণাম।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...