Thursday, August 13, 2020

সৌরভ শীল

হলুদ সুতো
                                                       
হলদে রঙের বাদলি প্রাণ
 একসাথে চল সুর  মিলায়
 জয় বাংলার জয় গান,
হানাহানি সব ভুলে গিয়ে
একসাথে সব তাল মিলিয়ে
 গাইব জয়  গান ।
ডাকছে তোরে ভোরের পাখি   

মেল নাইরে আজ মনের আঁখি।
মনের দরজা খুলে আয়
হাতে হাত মিলিয়ে ভাই।
মনের দরজা খুলে দেখ
 আকাশ পানে খন্ড মেঘ
উড়ছে পাখি, হাজার সুরে দিচ্ছে ডাক
আজ মিলন দিনে, বিচ্ছেদ টা না হয় দূরে থাক।
বিলিয়ে দি রঙিন সুতো ,
মনের কথা জমছে কত।
 ভুলিয়ে দে আজ মনের বিষাদ
 দূরে যাক ধর্মের ‌জাতপাত।
এক ডালেতে হাজারো পাখি
চেয়ে দেখরে , মানুষ তোরা
 হানাহানি  করছে নাকি।
মিল রে মানুষ মিল রে আবার
 মিলন মঞ্চে একসাথে ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...