Thursday, August 13, 2020

আকাশ ধর

হয়তো অজানা

কেন জানিনা,
 আমার নয়ন শুধু তোমাকেই খোঁজে, প্রতিবারে।
কেন জানিনা,
আমার হৃদয় শুধু তোমার কথাই বলে, চুপিসারে
কেন জানিনা,
আমার হৃদপিন্ডের কম্পন বেড়ে যায়, তোমায় দেখে।
কেন জানিনা,
আমার মন অন্য কোথাও যেতে চায় না, তোমায় রেখে।
কেন জানিনা,
আমার কর্ণ কেন শুনতে চায় না, তোমায় নিয়ে মন্দ।
কেন জানিনা,
আমার ভাবনা কেন লিখে যায়, তোমায় নিয়ে ছন্দ।
কেন জানিনা,
মন চায় ফিরে যেতে, বছর খানেক আগে।
কেন জানিনা,
মন শুধু ঈশ্বরের কাছে, তোমারে হৃদয়টুকু মাগে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...