Thursday, August 13, 2020

আকাশ ধর

হয়তো অজানা

কেন জানিনা,
 আমার নয়ন শুধু তোমাকেই খোঁজে, প্রতিবারে।
কেন জানিনা,
আমার হৃদয় শুধু তোমার কথাই বলে, চুপিসারে
কেন জানিনা,
আমার হৃদপিন্ডের কম্পন বেড়ে যায়, তোমায় দেখে।
কেন জানিনা,
আমার মন অন্য কোথাও যেতে চায় না, তোমায় রেখে।
কেন জানিনা,
আমার কর্ণ কেন শুনতে চায় না, তোমায় নিয়ে মন্দ।
কেন জানিনা,
আমার ভাবনা কেন লিখে যায়, তোমায় নিয়ে ছন্দ।
কেন জানিনা,
মন চায় ফিরে যেতে, বছর খানেক আগে।
কেন জানিনা,
মন শুধু ঈশ্বরের কাছে, তোমারে হৃদয়টুকু মাগে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...