রাখীর সূচনা
ভারতীয়দের গণমান্য উৎসব
নাম রাখীবন্ধন ,
সৃষ্টিকর্তা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
শ্রাবনের মাস যখন শুরু
হল বঙ্গভঙ্গের প্রস্তাব,
চারিদিকে শুরু হল জাতীয়তাবাদী আন্দোলন।
কবি কল্পনায় দেখেছেন
চারিদিকে বইছে শুধু রক্তের বন্যা,,
তখন কবি হলেন আত্মহারা
হৃদয়ের মাঝারে উপস্থিত অকূট বেদনা।
মনে উক্তি এল বাঁধতে হবে মানুষকে প্রীতির বন্ধনে,
সৃষ্টি করতে হবে ঐক্যতা
ভোলাতে হবে যুদ্ধের মনোভাব।
তখন থেকে শুরু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে
সাত রঙের সমাহার, সম্পর্কের অটুট বাঁধনের অঙ্গীকার রাখীবন্ধন উৎসব।
No comments:
Post a Comment