Thursday, August 13, 2020

ঝুমা সরকার

নারীর কবর সন্মান

একটা মেয়ে হলে ধর্ষিতা দোষটা হয় পার্টির ।
বলছি কী বাপু? মন্ত্রীরা কি বলেছিল করো বলৎকার নারীর ।।

দোষটা না হয় পরে ই দিও আগে মানুষরূপী অসুর গুলি করো মানুষ ।
পার্টি পার্টি করতে করতে ভুলে যাচ্ছ কার গুন কার দোষ ।।

তোমাদের এই দোষ গুনের ঘূর্ণপাকে হচ্ছে কত মেয়ের জীবন কালো।
দোষারূপ বন্ধ করে চলো করি নারীর জীবন একটু আলো।।

রাস্তা ঘাটে একা দেখলে নারীর করব না ধর্মনাশ।
ঘরে তো মেয়ে আছে আমার ও হতে পারে তার ও সম্মান হ্রাস ।।

বেশি না হয় একটু একটু করে করব নারীর কদর।
চলো না আজ করি প্রতীক্ষা করব না আর কোনো নারীর অনাদর।।



No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...