মিলন মধুর
কাঁদে 'বিষের বাঁশী' , কাঁদে'ছায়ানট'
তাঁর দিকে চেয়ে কাঁদে
'সোনার তরী'র ঋষি বট।
ঝুড়িতে তাঁর নেমে আসা
দৃঢ়তার চির আহ্বান-
বুঝি আজ মাঠে ঘাটে
হারায় সে নিজের সম্মান!
কি গান গেয়েছ কবি?
কি ছিল তোমার পরিচয়?
ভুলে গেছি!!!
অবাক হলে কি ?
এই কি প্রথম অবক্ষয়?
তোমার মৃত্যুর ঘটায়
কান্না ভরা আকাশের
সাক্ষী ছিল যাঁরা
তাদের ও দিন হল সারা
তাঁরা ও মৃত্যুর অতিথি আজ
পরেছিলে তুমি তাঁদের হাতে
'কবীন্দ্র'- পরম তাজ,
পূজার প্রদীপ সেই হাতে।
বীরের আবাহনে বাজে তূর্য বাজে ভেরি
তেমনি বেজেছে বাঁশি
হোকনা সে বিষের বাঁশরী
সেকাল থেকে বহুদূর বহুপথ বেয়ে
কত শ্রাবণের ধারা গেছে
অকূল সাগরে ধেয়ে
কিছু চিহ্ন নাই সেই দিনের-
আজ অপেক্ষা শুধু, শুধু উদযাপনের-
কে তুমি ???
নাই পরিচয়!!
শুধু মনে হয় -
২৫শে বৈশাখ আর ২২শে শ্রাবণ
বড় ই রাবীন্দ্রিক!
তোমাকে নাইবা জানি
তবু 'নূতন' আবার দেখা দিক
এতেই আমরা 'অভিজাত'-
কবি!এ তো তোমার ই জয়!
তোমাকে ভেবে ই যদি 'অভিজাত' হয়-
সেই তো অনন্য পরিচয়!
হোকনা তবে এক নতুন সাধন,
কাছে হোক হারানো 'দূর'
একালে-সেকালে, তোমাতে-আমাতে
এই হোক মিলন মধুর!
No comments:
Post a Comment