কাব্য প্রচেষ্টা
শুধু অন্ধকার বাসা বাঁধে জীবনের পথে,
কবিতায় বলে যায় তার গল্প I
বাক্যহারা কবি সুর বাঁধে নীরবে,
বিষন্নতা কুড়েঁ খায় আমাদের জীবন I
ঠিক এরকমই শব্দ খুঁজছিল সে
এলোমেলো অগোছালো I
জানি না কি ছিল তার মনে !
শুধু শব্দবিন্যাশই যদি কবিতার মর্মকথা হয়;
শুধু মধুরতা যদি কবিতার চরিত্র হয়;
তবে বোধ তো কবিতার রক্ত I
আজ সেই বোধের অভাব তার লেখায় I
যেন কবিতা রক্ত প্ৰবাহহীন বিষন্ন বিবর্ণ লাশ হয়ে কাফনবন্দি I
শুধু রয়ে গেছে আতরের সুবাস,
আর কবরের বুকে কিছু ফুল ফোটার সম্ভবনা I
No comments:
Post a Comment