কথামালা
তুমি না এলেই পাল্টে যায় রোদ্দুর মাখা ডায়েরির পাতা,
ভীষণ হাপিত্যেশে মুখিয়ে উঠে প্রকৃতি।
স্ফুলিঙ্গের মায়ায় উজাড় জীবন-অরণ্য,
কোথাকার কোন সুরে কে বাজায় বেসুরো অভিমান।
কবেকার কথামালার বুনন বাধিয়ে আজ সুখী মানুষ,
অজস্র মায়ার নিলাম তুলে ফাঁকা হাটের খদ্দের।
দুমুঠো ছাই ছুড়ে কপটতার দরজায় খিল এটে দিয়ো প্রিয়,
বনস্পতির দেশ এখন রিক্ততায় ঠাসা।
জলছায়ার গভীরে মগ্নতায় তার নগ্ন শিহরণ,
প্রাক্তন জোনাকীর আলোয় ভাসে ভূত-ভবিষ্যত।
দোলকের তালে দুলে আজন্মের ভার,
তবু সে কিনে নেয় সাদাকালো সব ফানুস ।
মিয়ম্রাণ আলোক শিখার মতো কাঁপা কাঁপা ঠোঁট ,
দমকে উঠে হাজার বার ভালোবাসি বলে।
মস্তিষ্কের জাল কেটে বেড়োয় অভিশপ্ত মাকড়সা,
মিথ্যে আশ্বাস পরিণত হয় স্রষ্টার বিধানে।
বলো, কি বলে একে!
No comments:
Post a Comment