Thursday, August 13, 2020

সঞ্জয় দত্ত

বর্ষার তান্ডব
           
গ্রীষ্মের পরিত্রাণে
বৃষ্টি কণা গুলো পাখা মেলে উড়ছে।
কখনো পড়ছে টপ টপ শব্দে,
আর কখনো ঝপ ঝপ।

যখন টপ টপ শব্দে সাড়া দেয়!
শুনতে বেশ লাগে।
ঝপ ঝপ শব্দে আজ..
মানুষের মন উজাড় করে।

পাখিগুলো আজ 
 ঘরে বসে কাঁদছে।
আর নিঃসঙ্গ মেঘগুলো
পুনরায় জমাট বাঁধছে।

 মাঝে মাঝে রবির হাসিতে
 বসুন্ধরার কলতান উঠে।
 কিন্তু সেই কলতান
আবার নিমিষেই বিলিন্ হয়ে যায়।

পিপিলিকার কষ্ট গুলো
যেন বুক চিড়ে বেড়িয়ে আসছে;
 উদারতা বলতে কিছু নেই!
 ভবিষ্যত তো ভেসে যাচ্ছে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...