Thursday, August 13, 2020

সুধীর দাস

  রাখীবন্ধন
  

বাইরে প্রচন্ড বৃষ্টি, সুঢ়সুঢ়ি ডাক দিয়ে কনকনে ঠান্ডা বাতাস বয়ে-ই চলল অবিরাম, হঠাৎ হঠাৎ বিদুৎ এর ঝলকানি, কালো অন্ধকার রাত, নিদ্রাহীন দুচোখে তাকিয়ে আছে ঐ রাস্তার দিকে অভাগিনী রাখী ঘরের দাওয়ায় বসে । আসবে সে এই সরু গলি পথে । এসে ডাকবে আয় রে আমার পাগলি বোন বাধ আমায় রাখী। সম্পূর্ণ কর বন্ধন। রাখী অপেক্ষারত বন্ধনের জন্য। তার মনে যেন অব্যক্ত অনেক কথা জমে আছে দাদাকে বলবে বলে। দাদা ওকে কথা দিয়েছে আসবে আজ। তার জন্য নিয়ে আসবে গিফ্ট। সে শুধু তার মনে এই অব্যক্ত আশা নিয়েই এই দিনটা আসলেই বসে থাকে দাদার আশায় ঘরের দাওয়ায়।
         কিন্তু কে বলবে তাকে? কে বোঝাবে তাকে? কে শান্তনা দেবে তাকে? কে আদর করে ডাকবে? কে তাকে আদর করে খাইয়ে দেবে? সে যে নেই এখানে। চলে গেছে অনেক দূরে যেখানে তারারা খেলা করে, মিট মিট করে জ্বলে আর পৃথিবীকে আলোকিত করে।
আজ সেখান থেকেই বন্ধন রাখীকে দেখছে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...