Thursday, August 13, 2020

সুব্রত রায়

রাখি বন্ধন
           
 রাখি বন্ধন 
ভাইয়ের কপালে দেওয়া হয় ফুলচন্দন, হাতে পরিয়ে দেওয়া হয় সুতার বাধন । 
ভাই বোনের এই প্রীতি 
জগত সভায় এক সুখময় স্মৃতি। 
 শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে 
 বোনকে রক্ষার দায়িত্ব নেয় ভাই,হিন্দু ধর্ম মতে
 রাখিবন্ধনের আছে নানা কাহানি
 বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ও থেমে থাকেনি, 
 হিন্দু মুসলিম ভাই বোনকে আহবান করেছিলেন
 রাখি বন্ধন উৎসব যেন সবাই পালন করেন। 
 রাখি বন্ধনের এই উৎসব
 অটুট রাখতে সবাইকে যেন হয় সরব
 জগত সভায় এই প্রীতি ভালোবাসা
 রাখি বন্ধন ই পারে দেখাতে আমাদের নতুন দিশা। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...