একটা কালো সাপ ইদানীং
শিরা ফুলিয়ে দাপিয়ে বেড়ায়
একটা নদী তার চঞ্চল বুকে
তাকে সেল্যুট জানাচ্ছে অহরহ
দর্শকেরা উৎকণ্ঠায় বিনিদ্র রাত
ভিড় জমছে নদীর দুকূল ছেপে...
গাছের উপর দাঁড়িয়ে একটা বেড়াল
অন্ধকার চকচকে চোখে
তারিয়ে নিচ্ছে উপভোগ
কুকুরের জিভে লালা ঝুলছে...
আমরা অতি সভ্যরা দূরবীন টেনে
দূষণের পরিমাপ লিখতে ব্যস্ত
রাশি রাশি খাতার পাতা
ভরে ওঠছে জঞ্জালে...
শুকিয়ে গেছে ভালবাসার নদী
ধু ধু বালু উড়ে গিয়ে ম্রিয়মান
দৃষ্টির স্বচ্ছতা।
No comments:
Post a Comment