Thursday, August 13, 2020

মোহাজির হুসেইনচৌধুরী

দূষণের কথকতা
     
একটা কালো সাপ ইদানীং 
শিরা ফুলিয়ে দাপিয়ে বেড়ায় 
একটা নদী তার চঞ্চল বুকে 
তাকে সেল্যুট জানাচ্ছে অহরহ 
দর্শকেরা উৎকণ্ঠায় বিনিদ্র রাত 
ভিড় জমছে নদীর দুকূল ছেপে... 

গাছের উপর দাঁড়িয়ে একটা বেড়াল 
অন্ধকার চকচকে চোখে 
তারিয়ে নিচ্ছে উপভোগ 
কুকুরের জিভে লালা ঝুলছে... 

আমরা অতি সভ্যরা দূরবীন টেনে 
দূষণের পরিমাপ লিখতে ব্যস্ত 
রাশি রাশি খাতার পাতা 
ভরে ওঠছে জঞ্জালে... 
শুকিয়ে গেছে ভালবাসার নদী 
ধু ধু বালু উড়ে গিয়ে ম্রিয়মান 
দৃষ্টির স্বচ্ছতা।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...