Thursday, August 13, 2020

পিয়াল দেবনাথ

রাখী বন্ধনের আহ্বান 

রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে বেরিয়ে পরলাম আজ,
উনার আদর্শেই চলো, করব মোরা কাজ।

রাখী হাতে নিয়ে চললাম দূর্গম পথে,
আসো বন্ধুগন তোমরা চলবে আমার সাথে।

মুসলিম ভাইটির হাতে আজ রাখী বন্ধন হবে,
ডাকব সেই খ্রীষ্টান ভাইকেও একতার উৎসবে।

চলো আজ হাত ধরে দেই আমরা কথা;
সকলে মিলে ঘুচিয়ে দেব ধর্ম ভেদ প্রথা।

রাখী পরাব সেই মেয়েকে,যে শিকার লোক নিন্দের;
সবাই শপথ নিলাম, রক্ষা করব সকল বোনদের।

রাখী পরাব সেই সৈনিক কে,যে দিতে চলেছে প্রাণ;
আর সেই স্বাস্থ্য কর্মীকে,যে চিরকাল করেছে ত্রাণ।

বাড়ির ছোট বোনটি বলে রাখী পরাবে সেও,
আমায় সে রক্ষা করবে,না করুক আর কেউ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...