Thursday, August 13, 2020

প্রীতম শীল

সামান্য রাখী

আচ্ছা মৃত বোন রাখীবন্ধনের সুঁতো কিনতে পারে?
আমি সেই বোনের কথা বলছি, গলির মোরে ধর্ষন করলো যারে।
আচ্ছা ধর্ষকের কি বোন থাকতে পারেনা?
না মানে,  দাদা দাদা বললেও কেন তাড়া ছাড়েনা?
আচ্ছা রাখীবন্ধন কি শুধুই উৎসব,
না মানে এটারো একটা ইতিহাস আছে!
হিন্দু মুসলিম ভাই ভাই, কোনো ভেদাভেদ নাই,
বলবো গিয়ে কার কাছে?
আচ্ছা এ রাখীর কি কোনো মানে আছে?
বন্ধনের দৃঢ়তা আর কোথায়।
তবে সামান্য সুঁতোর রাখিতে,
কি এমন আসে যায়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...