সামান্য রাখী
আমি সেই বোনের কথা বলছি, গলির মোরে ধর্ষন করলো যারে।
আচ্ছা ধর্ষকের কি বোন থাকতে পারেনা?
না মানে, দাদা দাদা বললেও কেন তাড়া ছাড়েনা?
আচ্ছা রাখীবন্ধন কি শুধুই উৎসব,
না মানে এটারো একটা ইতিহাস আছে!
হিন্দু মুসলিম ভাই ভাই, কোনো ভেদাভেদ নাই,
বলবো গিয়ে কার কাছে?
আচ্ছা এ রাখীর কি কোনো মানে আছে?
বন্ধনের দৃঢ়তা আর কোথায়।
তবে সামান্য সুঁতোর রাখিতে,
কি এমন আসে যায়।
No comments:
Post a Comment