Thursday, August 13, 2020

বিনয় শীল

নেংটা রাজার দেশে


কে যে কখন মহারাজের, কান করেছে ভারি ।এতেই রাজা তেতে আগুন, নাচায় তরবারি ।।

ক্রোধে তাঁর চক্ষু ফাটে,
কড়্ কড়্ করে দাঁত ।
কাছে পেলে বুঝি দোষীর,
করবে মুণ্ডুপাত ।।

রাজা হাঁকে যাকে তাকে, বলে "বদমাশ কই ?
উচিত শিক্ষা দেবো তারে, ছেড়ে দেবার নই"  !!

সারাক্ষণ ঘিরে থাকে,
রাজার পাশে যারা ।
স্বার্থের জন্যে ডাহা মিথ্যার
বেসাত্ করে তারা ।।

স্বার্থ মগ্ন পারিষদগণ, ষড়যন্ত্রে যায় ।
সেই সূত্রে রাজবৈভব চেটে পুটে খায় ।।

খেলো রাজার অর্থ বিত্ত,
নিলো রাজার বসন ।
তলে তলে ভাঙতে থাকে 
সাধের সিংহাসন ।।

কুমন্ত্রকের কর্নমন্ত্রে, রাজা গেলো ক্ষেপে ।
হম্বিতম্বি রাজদম্ভে, মহল উঠলো কেঁপে ।।

ধরে আন্ কাটো কান, 
কোন সে বজ্জাত্ ।
জীবন জীবিকায় তার
আনো প্রত্যাঘাত ।।

রাজ্যপাটকে ছিঁবড়ে করে, ছুড়লো যারা পথে ।
আজও তারা রাজার পাশে বহাল তবিয়তে ।।

অবশেষে ধরা পড়ে,
নগন্য সে জন ।
রাজার ক্ষতি সেই জনা,
না করে কখন ।।

তবু তারা নিরন্তর, আজও ধরা খায় ।
দাগী অপরাধী সব, পার পেয়ে যায় ।।

ধৃত ব্যাক্তি অপরাধ,
কবুল করে শেষে ।
বলেছিলো  "বাস করি -
নেংটা রাজার দেশে" ।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...