জানি তুমি আসবে না ফিরে
জানি তুমি আসবে না ফিরে ,
তবু পথ চেয়ে বসে থাকি ।
জানি তুমি বুঝবে না ,
কি হয় আমার এ জ্বালা ।
কত আশা ছিল তখন ,
এখন শুধুই অভিমান ।
কত হাসি ছিল তখন,
এখন শুধুই অভিমান ।
কত স্বপ্ন ছিল তখন,
এখন শুধুই কষ্ট ।
কত ভালোবাসা ছিল তখন,
এখন শুধুই কষ্ট ।
জানি তুমি আসবে না ফিরে ,
তবু পথ চেয়ে বসে থাকি ।
জানি তুমি বুঝবে না ,
তোমায় কতটা ভালোবাসি ।
No comments:
Post a Comment