Thursday, August 13, 2020

দুলাল চক্রবর্তী

কিছু না বলা কথা

তোমার এ বিশাল পৃথিবীটা
আমার জন্য নয়।
এ এক মায়াবী জগৎ 
আলোর রোশনাই ভরা।
মোহময়ী রূপ।
শুধু মায়া মরিচীকা
প্রাণহীন ধূ ধূ বালুকা রাশি।
এ আমার কাছে অনাদরেরখেলনা:
প্রাণহীন এক পাথর খন্ড।
দূর থেকে দেখা ভালো:
এর মাঝে ছন্দ নেই।
আছে শুধু একরাশ গাঢ় অন্ধকার।
এ ক্লেদাক্ত জগৎ চাইনা--
চাই শুধু বর্ণ গন্ধ
আর ভালোবাসা
যা নিতান্তই সাধারণ।

ওতে ডুবে যেতে চাই
ওতে হারিয়ে যাওয়ার স্বাদ।

প্রত্যাশা নেই, নেই বাক্যের
ফুলঝুরি।
অব্যক্ত কোন বাসনাও জ্বালাবেনা।
চাই শুদু একটা জ্বলন্ত প্রকাশ।
যার আলোয় দুচোখ দেখবে পথ
নতুন দিনের অপেক্ষায়!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...