Thursday, August 13, 2020

সম্রাট শীল

রাখী
       
রাখী যেন এক মৈত্রীর বন্ধন।
রাখীর দ্বারা গড়ে উঠে, এক অপূর্ব নিদর্শন।।
শ্রাবন মাসের পূর্নিমা তিথিতে,
এই রাখী উৎসব পালিত হয়।
রাখী উৎসব সত্যি,
আনন্দময়।।
রাখী মানে, বোনেরা-ভাইদের হাতে বেঁধে দেয়, রাঙ্গানো সুতোর সমাহার।
রাখীর স্পর্শে ভাই-বোনদের মাঝে সৃষ্টি হয় এক অটুট প্রতিজ্ঞার।
সেই রাখীর বন্ধনে আবদ্ধ করে রবীন্দ্রনাথ ঠাকুর গড়ে উঠিয়ে ছিলেন সৌভ্রাতৃত্বের ভিত।‌
বঙ্গভঙ্গের যখন হয়,সময় নিশ্চিত।।
রাখী বন্ধনের ফলে, মনে আসে আনন্দ, মনের খারাপ রিপু হয় চূর্ণ।
এই রাখী প্রিয়জন তথা বন্ধু-
বান্ধবের মঙ্গল কামনায় অনেক তাৎপর্যপূর্ণ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...