Thursday, August 13, 2020

কুমার নচিকেতা শীল

খুশির দিন

এখানে ভাই বোন, খেলছে বাড়িতে ।
পরশুদিন সকালে, মামা যায় গাড়িতে ।।
দূরের বনের ধারে, একজন নারী ।
যাচ্ছে কাছাকাছি, তার ভাইয়ের বাড়ি ।। 
গাছের ডালায় মেয়ে, দোলনা চড়ে ।
দোলনার ভারে ওই, গাছটি নড়ে ।
আকাশেতে উঁকি দেয, চাঁদ একফালি ।
তাহা দেখে ভাইবোন, দেয় হাততালি ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...