খুশির দিন
এখানে ভাই বোন, খেলছে বাড়িতে ।
পরশুদিন সকালে, মামা যায় গাড়িতে ।।
দূরের বনের ধারে, একজন নারী ।
যাচ্ছে কাছাকাছি, তার ভাইয়ের বাড়ি ।।
গাছের ডালায় মেয়ে, দোলনা চড়ে ।
দোলনার ভারে ওই, গাছটি নড়ে ।
আকাশেতে উঁকি দেয, চাঁদ একফালি ।
তাহা দেখে ভাইবোন, দেয় হাততালি ।
No comments:
Post a Comment