Thursday, August 13, 2020

সম্পাদকীয়

সম্প্রীতির সুতোয় বাঁধা হোক রাখী। সম্প্রীতিতেই গড়ে উঠুক ভাতৃত্ববোধ। পরিবার থেকে ছড়িয়ে যাক, সমাজ, দেশ পৃথিবীতে।

এভাবেই স্বাধীনতা আসুক অনন্তকাল। দেশের চুয়াত্তর তম স্বাধীনতা মুহুর্তের মহান লগ্নে মনন স্রোত তার লেখক, কবি, সহযোগি ও স্বেচ্ছাসেবীদের অভিনন্দন জানাচ্ছে।

রাখীর সুতো আর স্বাধীনতার রঙ মিলে এক স্নিগ্ধ আবেগ সংকলন এটি। কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে। ভুল ত্রুটির সকল দায়ভার আমার। মার্জনাপূর্বক পাঠ করার আবেদন করে ইতি টানলাম।

জয় হিন্দ

শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...