এভাবেই স্বাধীনতা আসুক অনন্তকাল। দেশের চুয়াত্তর তম স্বাধীনতা মুহুর্তের মহান লগ্নে মনন স্রোত তার লেখক, কবি, সহযোগি ও স্বেচ্ছাসেবীদের অভিনন্দন জানাচ্ছে।
রাখীর সুতো আর স্বাধীনতার রঙ মিলে এক স্নিগ্ধ আবেগ সংকলন এটি। কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে। ভুল ত্রুটির সকল দায়ভার আমার। মার্জনাপূর্বক পাঠ করার আবেদন করে ইতি টানলাম।
জয় হিন্দ
শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত
No comments:
Post a Comment