ছুঁই তবে
পেন্ডুলামের সময় ঘোরে,
গতিবেগ হারায় অস্থিরতা
প্রেম গুলো সব মুক্ত হয়--
স্বাধীন হয় অবাধ্যতা।
শীতের কঠিন বৃষ্টির দাপটে,
জানালা খোঁজে গল্পের আপছা সৃষ্টি।
মিথ্যেবাদী প্রেম গুলো সব--,
অর্থ খোঁজে ভালোবাসা কি!
কৈশোর হারায়,বাধ্য-অবাধ্যতার বিশৃঙ্খলায়---
মৃত্যু হয় কাঁদা মত্ত উন্মাদের দৌড়।
চশমা গুজে যৌবন খুঁজে,আজকের প্রৌঢ়।
শতক পরিবর্তনে দায়ী বুঝি মানব??
আধুনিক বিজ্ঞান মস্তিষ্কই,,,
জন্ম দান করে ক্ষুদ্র যান্ত্রিক দানব।
আদর ভুলেছে অধিষ্ঠিত প্রজন্ম;
বিকৃত রুচিতে বাষ্পায়িত প্রেম জন্ম।
অসজ্জিত শরীর গুলো অর্থে ব্যবহৃত,
সময়ের অভিশাপে ভালোবাসা-ই অপরিপক্ক।
ডাইরি বোঝাই প্রেমিকরা এখন যান্ত্রিক,,
সত্যিই, কি এরাই প্রেমিক??
দুরত্বে বেঁচে থাকা রোমান্টিকতাই---
রাতের অন্ধকারের প্রশ্নে বাঁচে।
আর আমার ভালোবাসা প্রশ্ন তোলে,
ভালোবেসে এবার তোকে ছুঁই তবে ?
No comments:
Post a Comment