Thursday, August 13, 2020

ইউসুফ আলম

অপেক্ষার রামধনু

এমনি কোনো এক বিবর্ণ উদাসী সকালে…
ভেজা কাক হয়ে তুমি-আমি,ক্যান্টিন ছিল সাক্ষী ।
আমাকে তোমার চাদরে মোড়ে নিয়ে…
উষ্ণতায় বুজেছিলাম আঁখি ।

খুঁজেছিলাম দীর্ঘশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন-
কোনো এক অচেনা পাহাড়, মুক্তোমাখা দুর্বাদল,
তোমার গাল বেয়ে নেমে আসা অবাধ্য ঝর্ণাধারা..
নিস্তব্ধতার কোলাহলে শুধু আদরের মাখামাখি ।

কোনো শব্দ ছিল না, ঠোঁট ও ছিল ক্লান্ত,
চা এর কাপ থেকে ধোঁয়া উঠা ও শেষ হয়ে গেছে,
আকাশের নৃশংস গুঞ্জন,ঠোঁটের কোণে আলতো হাসি_
”মনের আকাশে তখনো রামধনু উঠা ছিল বাকি“।

মুহূর্তে ঘন্টা কাটিয়ে যখন পঁয়ষট্টি প্রতি কিলোমিটার
বৃষ্টি তখন বড় বড় ঢিল ছুঁড়ছিলো মুখে..
আধভেজা চুল, মুখ লুকিয়ে আমার পিঠে _ কাঁপছিলে তুমি …

শুনো…
রামধনুটা তোমার থাকুক, আমি বৃষ্টিকেই রাখি ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...