Thursday, August 13, 2020

তনুশ্রী দাস

করোনাময় পৃথিবী 

হে পৃথিবী, 
কোথায় তুমি? 
কোথায় তোমার সুন্দর পরিবেশ? 
এখন শুধু মানুষ 
বেঁচে আছে, মরা-বাঁচার লড়াইয়ে। 

হে পৃথিবী, 
সুস্থ হয়ে উঠ তুমি, 
আর, কত অসুস্থ থাকবে 
তোমার অসুস্থতার খবরে
ভেঙে পড়েছে সারা দেশ। 

হে পৃথিবী, 
তোমার শত শত মানুষ 
তোমার প্রতীক্ষায় 
তুমি কি এতই দুর্বল?
নিজেকে সুস্থ হওয়ার থেকে হারিয়ে ফেলেছ? 

হে পৃথিবী, 
করোনার মত এই ছোট্ট রোগ 
কেড়ে নিচ্ছে শত শত মায়ের সন্তান, 
তুমি কি দেখতে পারছো না
কেন? অন্ধকারের সৃষ্টি করছো 
আলো ফিরিয়ে দাও। 

হে পৃথিবী, 
মহামারী কি এতই শক্তিশালী?
তোমাকে হারায় 
দেখাও তোমার ক্ষমতা,
হাসি ফুটাও সকলের মুখে। 

হে পৃথিবী, 
সমাজের মানুষ এখন বড়ই হিংস্র, 
সুন্দর পৃথিবীতে করোনার কারণে, 
নিজেদের মধ্যে নিজেরাই তৈরী করছে, 
আগ্নেয়গিরির মত ফাটল। 

হে পৃথিবী, 
শক্তি ফিরিয়ে আনো তোমার, 
আলোকিত কর সারা বিশ্ব, 
সুস্থ করে তোল নিজেকে অার, দাম দাও প্রতিটি লোকের চোখের জলের, 
হে পৃথিবী!
 
                     

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...