Thursday, August 13, 2020

অসীম দেববর্মা

সীমানার রেখা মুছে গিয়ে হয়ে উঠুক অসীমান্তিক, 
সংকীর্ণতার বেড়াজাল ছিঁড়ে হোক ব্যাপ্তিক! 
রেশমি সুতার বাঁধন শুধু ভাইয়ের হাতে-ই নয় 
ধরণীর প্রত্যেক নর - নারী যেন রেশমি সুতার বাঁধনে আবদ্ধ রয়। 
বিশ্বাস, আশ্বাস, ভালোবাসা আর সম্প্রীতির উপকরণে মঙ্গল থালা সাজানো থাকুক, 
উপহারের থলিতে সবুজে সবুজ, শুদ্ধ বাতাস, মন মাতানো পাখির কূজন শুনতে পাওয়ার প্রতিশ্রুতি হয়ে জীবন জীবনের জন্য বাঁচুক!
উচুঁ - নীচু, ধনী - দরিদ্র, সম্প্রদায়ের দাগ ভুলে
হাতে হাত রেখে সবাই সু- ভ্রাতৃত্বের বন্ধনের দোলনে যেন দোলে, 
জীবন চারদিনের একবার চলে গেলে
আসবে কী আর আসবে না ফিরে আবার মেদিনীর কোলে? 
মনের ভেদাভেদ ভুলে গিয়ে রাখির আসল ধর্ম মন্ত্র হয়ে লেখা থাক বুকে, 
প্রত্যেকে প্রত্যেকের জীবনের কারীগড় হয়ে ধরণীর তলে বাঁচুক সুখে! 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...