Thursday, August 13, 2020

সংগীতা শীল

রক্ষাকবচ

কথিত আছে একদিন 
কৃষ্ণ ঠাকুরের হাত কেটে রক্ত ঝরছিলো
রক্ত কি করে বন্ধ হবে 
শুভদ্রা মনে মনে ভাবছিলো।
সেই স্থানে হঠাৎ দ্রোপদীর আগমন
বিন্দু মাত্র চিন্তা না করে
নিজের রেশম শাড়ি ছিঁড়ে
কৃষ্ণের হাতে বেধে দিলো তখন।
সাত রঙের সুতার সমাহার 
ভাইবোনের রক্ষাতে অটুট বন্ধনের দৃঢ় অঙ্গীকার।

এই ঘোর কলিযুগে কিসব অনাসৃষ্টি
এত কলুষিত এত নোংরামী! 
যেই হাতে প্রতিবছর রাখি পড়িস
সেই হাত দিয়ে অন্যের বোনের ইজ্জত লুন্ঠন করিস?
নিজের বোনের আবদার পূরণ করিস ভদ্র হয়ে
রাস্তায় মেয়ে বৌ'দের প্রতি কু-দৃষ্টিতে দেখিস!
যে শিশুটি সবে মাত্র ভূমিষ্ঠে এলো
এখনো ঠিকভাবে দেখেনি জগতের আলো
যে বৃদ্ধার সময় প্রায় ফুরিয়ে এসেছে
তাদেরকেও ছাড়লি না এত কাপুরুষ তোরা!
ছিঃ ধিক্কার জানাই তোদের মতো পাষণ্ডদের 
যেই পবিত্র হাতে বোনের রক্ষাকবচ পড়িস
একবারও হৃদয় কাঁপে না ধর্ষণ করতে!
কোনো অধিকারে রাখি'র দাবী করিস?

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...