Thursday, August 13, 2020

উজ্জ্বল ভট্টাচার্য্য

রঙিন সুতো

'রাখী বন্ধন' মানে,
একটা ডিজাইন করা রঙিন সুতো
দশ-কুড়ি টাকা দিয়ে কিনলাম,
হাতে পড়ালাম আর সেলফি পোজে
কয়েকটা ছবি স্ট্যাটাসে ঢেলে দিলাম,
এটাই কি???
যদি হ্যাঁ হয়,
জেনে রাখো তুমি ভীষণ অসুস্থ!

'রাখী বন্ধন' মানে,
বিশ্বাস-স্নেহ-ভালোবাসা ও শ্রদ্ধার
সংমিশ্রণের এক মেদুর রীতি,
যা আন্তরিকতা গাঢ় করে।

তুমি তোমার ভাই বা বোনের হাতে
রাখি পড়ালেই কখনো এই রীতি পুঙ্খানুপুঙ্খ পালন হয়না!
তুমি পড়াতে পারো তোমার বাবার হাতে,
যা শ্রদ্ধাশীল হওয়ার তোমার উজ্জ্বল নিদর্শন হবে।
তুমি পড়াতে পারো তোমার শিক্ষককে,
যা বন্ধুত্ব সূত্র হয়ে আজীবন কাজে আসবে।
তুমি পড়াতে পারো ভবঘুরে'কে,
যা তোমায় সমাজসেবকের পরিচিতি দেবে,
তুমি পড়াতে পারো স্কুল পড়ুয়া কে,
যে আগামীর নাবিক।
তুমি পড়াতেই পারো তোমার
প্রেমিক-প্রেমিকাকে,
যা সম্পর্কের গভীরতায় সুনামি রোখার
শুভ চিহ্ন হয়ে জ্বলজ্বল করবে।

হ্যাঁ এটাই প্রকৃতপক্ষে রাখী বন্ধন,
এর সেইরকম বাধা ধরা নেই।
সদ্যোজাত থেকে শয্যাশায়ী অবধি
অক্ষরে অক্ষরে এর গুণমান
প্রাণোজ্জ্বল।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...