আমার চোখে পুরাতন চশমা
ঘোলা লাগে সবচোখের যতই বয়স হচ্ছে
ঝরাচ্ছে জল ঝপা ঝপ।
ধূলিমাখা এই পথের প্রান্তে
বাঁশের সাঁকোর মাঝে
মেঘ রাঙানো আভা পড়েছে
লালচে কালো সাঁঝে।
পানকৌড়ি সব ফিরছে ঘরে
ক্লান্ত দিনের শেষে
শিশির কণা জড়াচ্ছে ঘাসে
নিবিড় এক আবেশে।
ভাঙা চশমার ঘোলা কাঁচে
ঘোলা আমার আকাশ
চোখের বুঝি সময় শেষ
তবু মিটলো না জীবনের আশ।
No comments:
Post a Comment