Thursday, August 13, 2020

মাহমুদ মুকিত

অপূর্ণতা 

 আমার চোখে পুরাতন চশমা
ঘোলা লাগে সব
চোখের যতই বয়স হচ্ছে
ঝরাচ্ছে জল ঝপা ঝপ।
ধূলিমাখা এই পথের প্রান্তে 
বাঁশের সাঁকোর মাঝে
মেঘ রাঙানো আভা পড়েছে
লালচে কালো সাঁঝে। 
পানকৌড়ি সব ফিরছে ঘরে 
ক্লান্ত দিনের শেষে
শিশির কণা জড়াচ্ছে ঘাসে
নিবিড় এক আবেশে। 
ভাঙা চশমার ঘোলা কাঁচে
ঘোলা আমার আকাশ 
চোখের বুঝি সময় শেষ
তবু মিটলো না জীবনের আশ। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...