অপেক্ষা
হারিয়ে যাওয়া দিন গুলো ফিরে আর আসে না
হাসি আনন্দে কাটানো মুহূর্ত ছবির ফ্রেমে হচ্ছে কেবল ঝাপসা ।
ভিন্ন আজ সবাই, ভিন্ন ভিন্ন বাড়ি
বছর জুড়ে কেবল মিলেমিশে আনন্দের অপেক্ষা করি ।
তবুও পাই না সকলকে কাছে ,
কেউ দেশ ছেড়ে বিদেশ চলে গেছে ।
কেউ বা ভীষণ ব্যস্ত,
আবার কারোর হয়েছে বয়স তাই থাকে অসুস্থ ।
এইভাবেই কাটছে সময় ,
টিকে আছে কেবল সম্পর্ক ।
কাছের মানুষগুলো থেকেও আজ
মাঝখানে বেড়ে চলছে কেবল দূরত্ব ।
হয়তো একটা সময় পরে চিনবে না,
নতুন প্রজন্ম নিজের মানুষগুলোকে।
পাশে দিয়ে হেঁটে যাবে,
অচেনা মানুষ রূপে ।
No comments:
Post a Comment