Thursday, August 13, 2020

বিধান পাল

জীবনে সূর্য্য 

নীল গগনে সূর্যির আনা,
পড়ি' বক্ষে রা্ঙা জামা ,
সুভা হতে চেয়ে থাকো ,
মোদের সুখ-দুঃখ দেখো।

তব বিভায় মুগ্ধ আমি ,
মুগ্ধ তব লৌকিকতায়,
ঊষা হতে গোধূলী বেলায়,
চতুর্দিকের রঙের মেলায় ।

এটাই তোমার প্রিয় খেলা
সারাবেলা সারাবেলা,
এটাই তব নিয়মানুবর্তিতা,
কী বিস্ময় দেয় যে তা !

তুমি রঙের জাদুয় জাদু কর,
বনে সবাইর ত্রাণকর্তা ।
তোমার জন্যে সৃষ্টি  মনোহর,
হে , সর্বপ্রাণের  জীবন স্বত্তা !

সৃষ্টির সেই সময়ের শুরুতে , এই অর্থে ,
আলো জমকালো ছড়িয়ে দিলে নিঃস্বার্থে !

ধন্য তুমি তাই, পুণ্য তুমি তাই,
তোমার জন্যই আকাশে আলোর উদ্দামতা পাই ।

দাও মোরে আরো একরত্তি আলো সহজে,
পেতে আরো শক্তি,এ মহাজীবন লিখতে কাব্যের কাগজে ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...