রবির আদর্শ্য
জানো তো গুরুদেব,
বহুদিন ধরে ভাবছি লিখবো বটে,
তোমায় নিয়ে দুই-এক কথা, বেশ কিছু শব্দ জুড়ে তবে,
বিশ্বকবি তুমি যে আজ,
কাব্য, নাট্য, গানে সবএই তো তোমার রাজ,
জানো তো ভানুসিংহ ,
তোমার লেখনির ছন্দে মুগ্ধ হয়ে
আমি আজ লেখিকা বটে ।
অনুপ্রেরনা দাতা তুমি,প্রিয় কবি আমার তবে ।
বলছি যে কবিগুরু,
লিখিত তোমার যা যা আছে,
আজ আমার মন প্রশ্ন জাগে
'' পাগলা হাওয়ার বাদল দিনে ''--
মন আর আগের মতো করে কি মেতে উঠে সবার ?
জানো তো ঠাকুর,
'' ডাক শুনে '' --
কেউ আসেনি বলে, আজ আমি আমার মতো করে করে একলা চলছি ।
একলা চলার ইচ্ছাটাও তোমার থেকেই ।
জানো তো প্রিয় ,
''ভালোবেসে '- '' নিভৃতে যতনে --
কেউ লিখে না যে নাম
কলঙ্কের কালিমা শরিরে এঁকে করে যে বদনাম ।
সোহাগের শেষে ক্লান্ত চোখে,আবছা জলের ছাপ ।
প্রেমের মোহে আজ আত্মঘাতী ভালোবাসা দাগ ।
জানো তো রবি ,
'' পুরানো সেই দিনের কথা ''--
মনে পরলে লাগে যে বড়ো ব্যাথা
নতুন করে ভাবতে গেলে মনে জাগে কত কথা ।
বলছি যে মশাই ,
দেখছি যা, চোখের সামনে তোমার লেখনির সাথে ঠিক মিলছে তো ?
নাকি, বর্তমানটা তৎকালের সাথে অমিল হয়ে গেলো ?
না মহাশয়,
তোমাকে আমি ভুল প্রমানিত করছি না ।
এই ধরনিতে আমি যে এক তুচ্ছ মনুষ্য বটে ।
তবে,জানো তো ভণিতা ,
বড্ডো জানতে ইচ্ছে হয়,
তোমার আদর্শে কি সবাই চলিবারে চায় ?
নাকি ২৫ শে বৈশাখ তোমায় শুধু স্মরণ করিয়াই যায় ?
No comments:
Post a Comment