Wednesday, May 13, 2020

দীপিকা রায়

২৫ শে বৈশাখ
     
বিশ্ব কবি তুমি
তুমিই আলোর ভুবন
কালবৈশাখীর ঝড় তুমি
তুমিই অগ্নিশিখার অতৃপ্ত প্রতিভা। 
হাজারও মঞ্চে তুমি থাকো দাঁড়িয়ে, 
হাজারও চিত্রকল্পে নানা রঙে থাকো রাঙিয়ে। 
শত শত মানুষের কন্ঠে আজ তুমি, 
তুমিই আজ শত শত মানুষের নৃত্যে। 


তুমি আজ শুধু এক ছবি নয়
না তুমি আজ কন্ঠেভরা শুধু গান, 
 তুমি রামধনুর ওই সাত রং
যেই রঙে তুমি রাঙিয়েছো বিশ্ববাসীকে, 
 কবি গুরু তুমি, বিশ্বকবি তুমি
 তুমিই সেই নিশিথের আলো
জীবন্ত তুমি আজও প্রতিটি মানুষের কবিতায়, 
জীবন্ত তুমি আজও প্রতিটি মানুষের ভিড়ে। 
প্রতিটি মানুষের প্রেরণা আজ তুমি
তুমি নয় শুধু আজ ২৫ শে বৈশাখ, 
 বিশ্ব কবি তুমি
 তুমিই জগতের আলো।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...