Tuesday, May 12, 2020

অরিজিৎ মজুমদার

করোনার করুণা

চারিদিকে আজ হাহাকার
সাইরেন দিনে রাতে, 
কিন্তু সে যুদ্ধে আজ
সব দেশ একসাথে। 

যুদ্ধটা নয় মানুষে মানুষে
বিপক্ষ এক ভাইরাস, 
আজ মনে হয় সৃষ্টিকর্তা
নিজের সৃষ্টিতেই নিরাশ। 

দেবদূত আজ সকল ডাক্তার
মন্দির হাসপাতাল,, 
সকলে আজ ভাই ভাই সে 
ভদ্র হোক আর মাতাল। 

তাই আজ বুঝিনা আমি
কি এই করোনা, 
ঈশ্বরের কোনো অভিশাপ
নাকি তার করুণা। 

কিন্তু  এই করুনাতে 
বলি যে শত শত, 
দয়াময় তুমি নাও একে
কষ্ট দেবে আর কত।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...