Tuesday, May 12, 2020

প্রীতম শীল

তোমার সৃষ্টি পাহাড় সমান
      

হে কবিগুরু--
সৃষ্টির পাহাড় গড়েছ তুমি,
জননী জন্মভূমি।
পাহাড়ের প্রতিটা বালুকণা জানে,
সৃষ্টির মায়া কতো!
তবে আমরা কি তা জানি?
চানাচুর ওয়ালার হাতে পাহাড়,
তুচ্ছ কাগজের মতো।
পদধূলিতে বাবুরা সব পাহাড় ডিঙে,
সুউচ্চ ইমারত বানায়।
তবে ওরা অতি নির্বোধ, জানেনা--
শক্ত হলেই ভিট চিরস্থায়ী নয়।
তোমার সৃষ্টি পাথেয় করে অতি দূর্বল,
নিজের ভিট তৈরি করে।
শক্ত ইমারতের মতো।
যা চিরস্থায়ী, চিরন্তন সত্য।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...