Tuesday, May 12, 2020

অসীম দেববর্মা

জিজ্ঞাসা 
             
আমি নারী - আমি রূপদর্শী
বয়স আমার অষ্টাদশী। 
আমি আমার বাপ - মায়ের আদরের মেয়ে
আমি আমার ভাইয়ের ছোট্ট ভগ্নিনী, 
বিবাহের পরে সহধর্মিনী, হবো জননী। 
আপনজনের নিরাপত্তার গন্ডিতে করি বাস
তবু মনে অজানার ত্রাস! 
ভেবে ভেবে মন ব্যাকুল হয় 
কত প্রেমিক বিবাহের পরে ভুলে প্রেমের ফিরিস্তি, 
যৌতুকের জন্য কত সদ্য বিবাহিত বধূর সংসার করার সাধারণ চিতাতে জ্বলে। 
কে করবে রক্ষা, জানতে ইচ্ছা করে, 
স্ত্রী আর পুরুষ ধরনীর সন্তান সবাই, দ্বিচারিতার প্রহার শুধু কেন স্ত্রী উপরে পড়ে? 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...